শিরোনাম
"শেখ রাসেল পদক ২০২২" এর জন্য আবেদন আহ্বানঃ
বিস্তারিত
আগামী ০৯ জুলাই "শেখ রাসেল পদক ২০২২" এর জন্য আবেদনের শেষ তারিখ। প্রযোজ্য ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা (অনূর্ধ্ব-১৮ বছর ) আবেদন করতে পারবেন। প্রতিটি ক্ষেত্রে জাতীয় পুরস্কার হিসেবে সনদ (০১টি) উন্নত মানের ল্যাপটপ (০১টি) ও ২২ ক্যারেটের (০১ ভরি) স্বর্ণপদক (০১টি) প্রদান করা হবে (মোট পুরস্কার ১০টি)।
পুরস্কার প্রদানের ক্ষেত্রসমূহঃ
(১) শিক্ষা (ব্যক্তি)
(২) বিজ্ঞান ও প্রযুক্তি (ব্যক্তি)
(৩) ক্রীড়া (ব্যক্তি)
(৪) প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর (ব্যক্তি)
(৫) শিল্পকলা ও সংস্কৃতি (ব্যক্তি)
(৬) ক্ষুদে প্রোগ্রামার (ব্যক্তি)
(৭) ক্ষুদে উদ্ভাবক (ব্যক্তি)
(৮) ক্ষুদে লেখক (ব্যক্তি)
(৯) ডিজিটাল স্কুল (প্রতিষ্ঠান)
(১০) ডিজিটাল এক্সিলেন্স (প্রতিষ্ঠান)।
প্রযোজ্য ক্ষেত্রে আবেদন করুন।
ও নীতিমালা সংযুক্ত।